স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ভুয়া ডিবি, মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ দুই ডজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে দুই ডজন আসামীদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই খোরশেদ আলম আকুয়া চৌরঙ্গী মোড়ের একটি বাসা থেকে ভূয়া সরকারী কর্মচারী ডিবি পুলিশ পরিচয়ধারী তিন অপরাধীকে গ্রেফতার করে। তারা হলো, ত্রিশালের আলী আহসান, নগরীর আরমান হোসেন ও মুক্তাগাছার মোস্তাফিজুর রহমান। এসআই কামাল হোসেন রহমতপুর বাইপাস থেকে নিয়মিত মামলার আসামী আব্দুল কুদ্দুস মাষ্টার, আতাউর রহমান রুবেল ও তৌহিদুল ইসলাম রাব্বি এবং চর জেলখানা নদীরপাড় জুয়ার আসর থেকে আঃ রহিম, কাজল মিয়া, উবায়দুল হক ও নূর ইসলামকে জুয়ার সামগ্রীসহ গ্রেফতার করে।
এসআই অসীম কুমার দাস নাটক ঘরলেন রেল ব্রীজের সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী গোলাপ হোসেন ওরফে মোস্তফা ওরফে মস্তুকে গাজাসহ গ্রেফতার করে। এছাড়া অসীম কুমার দাস পাটগুদাম ব্রীজ মোড় থেকে দস্যুতার পুরাতন মামলার আসামী কাউসার ও নাজমুল ইসলামকে গ্রেফতার করে। এসআই মাহফুজুর রহমান মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকা থেকে দস্যুতা নিয়মিত মামলার আসামী রাকিবুল ইসলাম সাগর ও শফিকুল ইসলামকে দেশীয় অস্ত্রসহ এবং কালীবাড়ী এলাকা থেকে দস্যুতার চেষ্টা পুরাতন মামলায় শুভ ও জনি দোশাদকে গ্রেফতার করে।
এছাড়া এসআই আনিছুর রহমান, এসআই আশিকুল হাসান, এসআই জহিরুল ইসলাম, এসআই মেহেদী হাসান, এএসআই সোহেল রানা, এএসআই দেলোয়ার, এএসআই আমীর হামজা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৭জনকে গ্রেফতার করে। তারা হলো, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, মাসুদ রানা, শান্ত মিয়া, বাবুল মিয়া, লালন মিয়া ও মোস্তাক আহমেদ মোহন। বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।