স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে ০৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে ৯ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই ত্রিদীপ কুমার বীর এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে দাপুনিয়া বাজার হইতে চুরি মামলার আসামী আসমা ও মরিয়মকে গ্রেফতার করেন। এসআই মোঃ শাহজালাল এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে খাগডহর বাজারস্থ হইতে দস্যুতার চেষ্টা মামলার আসামী মোঃ রাব্বী মিয়া ও মিলন মিয়াকে গ্রেফতার করা হয়। এসআই মোঃ শাহজালাল এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে সানকিপাড়া নয়নমনি মার্কেটের সামনে হইতে মাদক মামলায় মাদক ব্যবসায়ী নাহিদ হাসান আলমকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসআই জহিরুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে বলাশপুর হাক্কানী মোড় হইতে অপহরন মামলার আসামী মোঃ রাসেল মিয়াকে গ্রেফতার করা হয়। ইহা ছাড়াও এএসআই ইলিয়াছ খান, এএসআই রুহুল আমীন এবং এএসআই মঞ্জুরুল হক অভিযান পরিচালনা করিয়া জিআর ০১জন, সিআর সাজা ০১ জন এবং সিআর ০১জন গ্রেফতারী পরোয়ানায় তামিল করেন। আসামীরা হলেন মোঃ আজিজুল হাকিম, ইউসুফ আলী, মোঃ মাসুদ রানা, মোঃ আসাদুজ্জামান। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।