স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ অপরাধে ০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে ০৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই আশিকুল হক এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে টাংগাইল বাসষ্ট্যান্ড এলাকা হইতে নিয়মিত মামলার আসামী মোঃ লাদেনকে গ্রেফতার করেন। এসআই শাহ জালাল এর নেতৃত্বে একটি টীম ঢাকা শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় ধর্ষন মামলার মোঃ তৌফিক উল্লাহকে গ্রেফতার করেন। এসআই টিটু সরকার এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে চরপাড়া মোড় এলাকা হইতে চুরি মামলায় সন্দিগ্ধ হিসাবে আসামী আলমগীর হোসেনকে গ্রেফতার করেন। এএসআই রুহুল আমিন এর নেতৃত্বে একটি টীম আকুয়া বাইপাস এলাকা হইতে পুলিশ আইনের ৩৪ ধারার অপরাধে আসামী মোঃ রফিকুল ইসলাম ও মাসুক মিয়াকে গ্রেফতার করেন। ইহা ছাড়াও এএসআই আমিনুল ইসলাম ও এএসআই মঞ্জুরুল হক জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২জন আসামী তামিল করেন। জিআর গ্রেফতারী পরোয়ানায় ০২জন হলেন মোঃ শাওন মিয়া ও মোঃ মজুন মিয়া। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।