স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় তাদেরকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এর মাঝে এসআই নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে চর কালীবাড়ী ব্রীজ এলাকা হতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ী গৌতম পোদ্দার ও মোঃ মিজানুর রহমান কাজলকে গ্রেফতার করেন। এসআই কুমোদলাল দাস এর নেতৃত্বে একটি টীম থানা এলাকায় অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আকুয়া ডন মোড় হতে মাদক ব্যবসায়ী মোঃ মিলনকে ৮ পিস নেশা জাতীয় ইনজেকশন সহ গ্রেফতার করা হয়। ইহা ছাড়াও এসআই তাইজুল ইসলাম, এসআই আনিছুর রহমান অত্র থানা এলাকা অভিযান পরিচালনা করে ২টি জিআর বডি তামিল করেন। জিআর পরোয়ানায় মোশারফ হোসেন ও মোতালেব মিয়া। গ্রেফতারকৃত প্রতেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।