স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও বিচারিক কাজে সহায়তার লক্ষে গ্রেফতারী পরোয়ানাভৃক্তদের দ্রুততম সময়ে গ্রেফতারে কাজ করছে পুলিশ। এছাড়াও আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে গতকাল সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এসআই নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাঙ্গীনারপাড় রোডস্থ বারী প্লাজার সামনে হতে ১৫ পুটলা হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। পুরোহিতপাড়ার পাপ্পু (২৭), ২। কাঠগোলার শিপন (২৫), ৩। কৃষ্টপুর এলাকার বুলু (৩৭) তাদেরকে গ্রেফতার করা হয়।
এসআই উজ্জল সাহা এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে বলাশপুর কেওয়াটখালী বাইপাস মোড়স্থ হতে ০২ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী ১। বলাশপুর মরাখলা এলাকার মোঃ মন্টু মিয়া (২৭) গ্রেফতার করা হয়। এসআই মোহাম্মদ কামাল হোসেন এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে কাঠগোলা বাজারস্থ হতে ২৯ পুটলা গাঁজা, এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কাঠগোলা এলাকার হাসানুল হক বিপুল (২৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।