এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ২১ অক্টোবর সকাল ১০ টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলার আহ্বায়ক ফখরুল ইমাম এমপি’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, ময়মনসিংহ জেলার সদস্য সচিব, সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি’র সঞ্চালনায় নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত ময়মনসিংহ মহানগর কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব আবু মুছা সরকার সহ প্রমুখ। পরিচিতি সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাফিজ উদ্দিন মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান বাবুল, মনির চৌধুরী,আবু সাদেক সরদার বাদল,সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান জামাল, জেলা যুগ্ম আহবায়ক ওয়াহিদুজ্জামান আরজুু, গোলাম সারোয়ার তপন, নূরুল ইসলাম খান সুরুজ ও নাজমুল হক সরকার, জেলা জাপার সদস্য জাহিদুল ইসলাম পাপ্পু, হাসনাত মাহমুদ তালহা, ইদ্রিস আলী নুরউদ্দিন আহমাদ খান সুলতান, প্রিন্স দুলাল, সাইফুল ইসলাম সরকার, মির্জা আবুল কালাম আজাদ,আবু জাফর সরকার, অধ্যক্ষ এমদাদুল হক খান, মাসুদ রানা, কবির আলীসহ প্রমূখ। এছাড়াও জাপার কেন্দ্রীয় ও জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরিচিতি সভা শেষে কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দের উপস্থিতিতে বাদ জুম্মা আকুয়া মাদ্রাসা কোয়ার্টারস্থ রেল ক্রসিং সংলগ্ন জেলা জাতীয় পার্টির অস্থায়ী জেলা কার্যালয় এর শুভ উদ্বোধন করা হয়।