স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সভা ও নাগরিক ইফতার মঙ্গলবার (১৯ এপ্রিল) নগরীর কাচারী রোডস্থ অনুভব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। জেলা নাগরিক আন্দোলনের সভাপতি (ভারপ্রাপ্ত) এর সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা জাসদ সভাপতি এডভোকেট গিয়াস উদ্দিন, এডভোকেট এমদাদুল হক মিলাত, সহ-সভাপতি কাজী রানা, লায়ন ড. সিরাজুল ইসলাম, ড. মোঃ শাহাবউদ্দিন, এডভোকেট শিব্বির আহম্মেদ লিটন প্রমুখ বক্তব্য রাখেন। সাধারণ সভায় প্রতিবেদন পেশ করেন জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জি: নূরুল আমিন কালাম। সঞ্চালনায় ছিলেন কাজী আজাদ জাহান শামীম। সাধারণ সভার দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার লায়ন ড. সিরাজুল ইসলাম। তিনি আগামী ২ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি এডভোকেট এ.এইচ.এম খালেকুজ্জামান ও সাধারণ সম্পাদক ইঞ্জি: নূরুল আমিন কালামসহ অন্যান্য সদস্যের নাম ঘোষনা করেন। পরে নাগরিক ইফতার অনুষ্ঠিত হয়। ইফতারে দোয়া পরিচালনা করেন মহানগর আওয়ামীলীহ সভাপতি এহতেশামুল আলম।