রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০১:৫৭ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

ময়মনসিংহ জেলা পরিষদে নির্বাচনে  আব্দুল্লাহ আল মামুন আরিফ জয়ী

রির্পোটারের নাম / ১৮৮ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ২:০৫ অপরাহ্ণ

এনামুল হক ছোটনঃ

ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে জয় লাভ করেছেন ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান। ময়মনসিংহ সদর (০৬ নং ওয়ার্ডে) সদস্য পদে মোঃ আব্দুল্লাহ আল মামুন আরিফ হাতি মার্কা প্রতিক নিয়ে ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং সংরক্ষিত মহিলা পদে (০৪,০৫,০৬) নং ওয়ার্ডে আরজুনা কবির নির্বাচিত হয়েছেন।ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য পদে নির্বাচনে ০৬ নং সদর ওয়ার্ড এর নিবার্চন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্টিত হয়েছে। ১৭ অক্টোবর সোমবার উপজেলা প্রশাসনিক ভবনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলার ০৬ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে থেকে সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন আরিফ হাতি প্রতীক-৮৯ ভোট, আল আমিন আলভী ঘুড়ি প্রতীক- ৪৭ ভোট, মন্তাজ উদ্দিন মন্তা টিউবওয়েল প্রতীক -১৬ ভোট, ওয়াহিদুজ্জামান মিলন তালা প্রতীক – ৩৪ ভোট ও রশিদ রিক্সা প্রতীক ০১ পেয়েছেন। জেলা পরিষদ নির্বাচনে ০৬ নং সদর ওয়ার্ডে মোট ভোট ১৯১ , প্রদত্ত বৈধ ভোট-১৮৭ । উপজেলা প্রশাসন ঘোষিত বেসরকারি ফলাফলে আব্দুল্লাহ আল মামুন আরিফ হাতি প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আল আমিন আলভী ঘুড়ি প্রতীক নিয়ে ৪৭ ভোট পেয়েছেন। জেলা পরিষদ নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিন ই ভিএম -এ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছ। উল্লেখ্য-“১৭ তারিখ সারাদিন, হাতি মার্কায় ভোট দিন”, এই স্লোগানে নিয়ে ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদর-০৬ আসনে সদস্য পদপ্রার্থী হয়েছিলেন ময়মনসিংহ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন আরিফ। গত ২৬ সেপ্টেম্বর (২০২২) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ সারোয়ার জাহানের কাছ থেকে এই হাতি প্রতীক গ্রহণ করেছিলেন। এর পর থেকেই কর্মী সমর্থকদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ভোটারদের মন জয় করে বিপুল ভোটে জয় লাভ করেছে আব্দুল্লাহ আল মামুন আরিফ এর হাতি প্রতীক। বিজয়ী সাবেক ছাত্রনেতা আব্দুলাহ আল মামুন আরিফ বলেন, আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ তাআলা প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। তার পরে আমার নেতা ও ময়মনসিংহের জনপ্রিয় মেয়র ইকরামুল হক টিটু ভাইয়ের প্রতি এবং আমার কর্মী ও সমর্থক সহ সকল ভোটার ও ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যারা আমাকে আজ বিপুল ভোটে নির্বাচিত করেছেন আমি চেষ্টা করবো আপনাদের ভোটার সম্মান রাখতে এবং ময়মনসিংহ সদর উপজেলা সার্বিক কার্যক্রমে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com