স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ জেলা বই বাঁধাই শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন/২০২১ জাঁকজমক উৎসবমুখর ও শান্তিপুর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২ থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
গোপন ব্যালটের মাধ্যমে তিন জন প্রার্থীর মধ্যে সভাপতি পদে মোঃ মীর স্বপন চেয়ার প্রতিকে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোঃ উজ্জল মিয়া ছাতা প্রতিকে ৩৫ ভোট ও মোঃ লিটন মিয়া আনারস প্রতিকে পেয়েছেন ৩২ ভোট। মোট ১৭৪ ভোটারের মধ্যে ১৩৯ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ময়মনসিংহ মুদ্রণ শিল্প সমিতির নির্বাহী সদস্য আলী ইউসুফ। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন দুর্গাবাড়ী ঔষধ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি তৌহিদুজ্জামান ছোটন, ময়মনসিংহ মুদ্রণ শিল্প সমিতির নির্বাহী সদস্য হারুনুর রশিদ, ময়মনসিংহ মহানগর রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, ময়মনসিংহ মহানগর নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন।
প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ময়মনসিংহ মুদ্রণ শিল্প সমিতির নির্বাহী কোষাধ্যক্ষ মোঃ আলাউদ্দিন আকন্দ বাবু, মোঃ রাশেদুজ্জামান রাশেদ। ময়মনসিংহ জেলা বই বাঁধাই শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিদর্শন করেন এফবিসিসিআই এর সহ-সভাপতি ও দি ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আমিনুল হক শামীম, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, পরিবহন মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হামিদা পারভীন, ছোট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিএম টেডার্সের স্বত্বাধিকারী রিয়াদ মোর্শেদ তালুকদার জজ প্রমুখ। এসময় জাঁকজমক উৎসবমুখর ও শান্তিপুর্ণ পরিবেশে নির্বাচন দেখে মোঃ আমিনুল হক শামীম সন্তোষ প্রকাশ করেন।
এদিকে ময়মনসিংহ জেলা বই বাঁধাই শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন/২০২১ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর
হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল মিয়া, কোষাধ্যক্ষ মোঃ আবু বকর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোঃ শহীদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শাহীন আলম, প্রচার সম্পাদক মোঃ ইমন হাসান নির্বাচিত হন।