স্টাফ রিপোর্টার : রবিবার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে ময়মনসিংহ নগরীর স্বদেশী বাজার ঢাকা লিটন কনফেকশনারীর সামনে রাস্তার মধ্যস্থল হতে অর্কপ্রিয়া ধর শ্রীজা (১৬) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থান পুলিশ। নিহত শ্রীজা নগরীর পুলিশ লাইন্স এলাকার শিক্ষক স্বপন ধরের মেয়ে। সে বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। এই রাস্তা দিয়ে চলাচলকারী জনগণ ও স্থানীয় বাসিন্দা-ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায় দুপুর ২টার দিকে ওই রাস্তা সংলগ্ন দশতলা বিশিষ্ট রাইট পয়েন্ট নামের ভবনের কোন এক তলা থেকে লাশটি ফেলে দিয়েছে। তবে ফেলে দেয়া স্থানে ছড়ানো ছিটানো কোন প্রকার রক্তাক্তের চিহ্ন নেই। লাশটির শরীরে মাছি বসতে দেখা গেছে। লাশটির পরনে ছিল জিন্সের পেন্ট ও টিসার্ট এবং পায়ে কেডস জুতা। কেউ প্রথমে লাশটির পরিচয় জানতে পারেনি। পরবর্তীতে আরো বহু লোক ভির করে একই সঙ্গে নিহতের বাবা, মা সহ আত্নীয় স্বজনরাও আসে। তখনই জানা গেল নিহত কিশোরী শৃজা ধর নগরীর নগরীর পুলিশ লাইন এলাকার বসবাসকারী শিক্ষক ও সাহিত্যিক স্বপন ধরের কন্যা। তার মাও একজন শিক্ষক। আর সে বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী। নিহতের মাসী ও দিদিমা ওই রাইট পয়েন্ট ভবনের ৬ষ্ঠ তলার বাসিন্দা। খবর পেয়ে কোতোয়ালী পুলিশের ১নং ফাড়ির পরিদর্শক মাহবুবুর রহমান ও এসআই অসীম দাস ঘটনা স্থলে এসে সুরতহাল রিপোর্ট করে লাশ উদ্ধার করে নিয়ে যায় থানায়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠায় মচিম মর্গে। পুলিশের ধারনা এই মুহুর্তে লাফিয়ে পরে আত্নহত্যা করার মতো অবস্থা লাশের নয়। বেশ সময় আগের মৃত লাশ বলেই মনে হয়।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে বিষয়টি জানতে তদন্ত চলছে। ময়না তদন্ত ও পুলিশ তদন্তের পরেই আসল রহস্য বেরিয়ে আসবে। পরে বিস্তারিত জানানো হবে।