স্টাফ রিপোর্টার : ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী সমিতির নামে অপ্রচারকারীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে মুক্তিযোদ্ধা পল্লী কার্যালয়ে ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী বহুমুখী সমবায় সমিতি লিঃ এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব। মুক্তিযোদ্ধা সন্তান ফরহাদ আলম খান সোহেল এবং মুক্তিযোদ্ধা সন্তান ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমেদ বুলবুল এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা হাফেজ মোঃ আবুল হুসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সুজিত কুমার সরকার, মুক্তিযোদ্ধা সন্তান কৃষিবিদ এফ.এম. আনোয়ার হোসেন বাবু, মাহমুদ হাসান মিন্টু, মোঃ বজলুর রহমান খান কাজল, শেখ মোঃ রেজাউল করিম খান, হাফেজ মাওলানা ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, ময়মনসিংহ শহরের বলাশপুর মৌজার ৫.৫৬ একর সরকারী ভূমিতে ২০০০ সনে “ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্লী গড়ে উঠেছে। মুক্তিযোদ্ধা পল্লীতে ১৬৪ জন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা নিজস্ব অর্থায়নে ভূমি উন্নয়ন পূর্বক বাসাবাড়ী নির্মাণ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছে। মুক্তিযোদ্ধা পল্লীর সদস্যদের নিয়ে গঠিত হয়েছে “ময়মনসিংহ মুক্তিযোদ্ধা পল্ল বহুমুখী সমবায় সমিতি লিঃ”। অত্র সমিতি সমবায় অধিদপ্তর ও জামুকা কর্তৃক নিবন্ধিত হয়ে সুষ্ঠু ভাবে ২০১১ সাল থেকে পরিচালিত হয়ে আসছে। গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী অডিট, নির্বাচন সহ যাবতীয় কার্যক্রম মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হচ্ছে। ২০২০ সাল পর্যন্ত অত্র সমিতির অডিট সম্পাদন রয়েছে এবং জেলা সমবায় অফিসের তত্ত্বাবধানে ২৪/০৩/২০২১ ইং তারিখ অত্র সমিতির ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত হয়েছে। অত্র সমিতি বহুবার সরকারীভাবে পুরস্কৃত হয়েছে।
কিন্তু অত্যন্ত দুঃখ জনক যে, গত ২৪ জানুয়ারী মুক্তিযোদ্ধা কমপেক্সে অনুষ্ঠিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন অত্র সমিতির বিরুদ্ধে তথাকথিত ঘোষ-দুর্নীতির মিথ্যা অভিযোগ এনে বক্তব্য রাখেন। যা গত ৩১ জানুয়ারী দৈনিক সবুজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। আজকের এই প্রতিবাদ সভায় মোঃ আনোয়ার হোসেনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।