এনামুল হক ছোটনঃ
ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা ২৯ আগষ্ট সোমবার নগরীর ইতিকথা কমিউনিটি সেনটারে অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় পার্টি সিনিয়র সহ-সভাপতি মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও মহানগর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আহমেদ।
বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার কে আর ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ মোশাররফ হোসেন, মহানগর জাপার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল সেলিম,মহানগর শাখার সিনিয়র যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম খোকন। এছাড়া আরোও উপস্থিত ছিলেন প্রত্যেক ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টি সভাপতি ও সাধারণ সম্পাদকগণ সহ নেতৃবৃন্দরা । বর্ধিত সভায় শেষে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এর রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।