স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে যাথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় নগরীর সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ জাতীয় সংসদ সদস্য মনিরা সুলতানা মনি। পরে পর্যায় ক্রমে পুস্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আনোয়ার হোসেন এর নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন এর নেতৃত্বে র্যাঞ্জের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর নেতৃত্বে উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম সেবা) এর নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এর নেতৃত্বে জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর নেতৃত্বে প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, সচিব রাজীব কুমার সরকার, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, কাউন্সিলর বৃন্দসহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর তেৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার নেতৃত্বে জেলা আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠন, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম এর নেতত্বে মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন সরকারি, বেসকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিক শিার্থী ও নানা শ্রেনী পেশার মানুষ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ৮টায় একই স্থানে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপল্েয ৫০টি জাতীয় পতাকাবাহী ট্রাক র্যালীর উদ্বোধন করা হয়, বিকাল ৩টা ৩০মিনিটে অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা সমাবেশ, ৩টা ৫০ মিনিটে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। বিকাল ৪টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপল্েয আলোচনা সভা ও শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধায় জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।