রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে গণহত্যা দিবস উদযাপন

রির্পোটারের নাম / ৫২ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২, ৮:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: ২৫ মার্চ গণহত্যা দিবস। বাঙালির ইতিহাসের কালরাত, মানব সভ্যতার ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি স্মরণে শুক্রবার সকাল ০৯ টায় ময়মনসিংহ নগরীর থানার ঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২৫ মার্চের কালরাতে নিহত সকল শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদ ও সম্ভ্রমহারা ২ লাখ মা-বোনকে শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাৃ, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
দিবসটি উপলে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস এর নেতৃত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আনোয়ার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন এর নেতৃত্বে র‌্যাঞ্জের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এর নেতৃত্বে উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান (পিপিএম সেবা) এর নেতৃত্বে পুলিশ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসকের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান এর নেতৃত্বে জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের সংরতি আসনের কাউন্সিলর শাম্মী আক্তার মিতু, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা খ্রিস্টফার হিমেল রিছিল, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, সহকারী প্রকৌশলী যান্ত্রিক মোঃ শফি কামাল বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মহাব্বত আলী, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ কর্মকর্তা কর্মচারী বৃন্দ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর তেৃত্বে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনসহ বিভিন্ন সরকারি, বেসকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নানা শ্রেনী পেশার মানুষ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। পরে বিকেলে দিবসটি উপলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেরা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com