সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

রাজস্থলীতে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

রির্পোটারের নাম / ১৪৭ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১২:৪৭ অপরাহ্ণ

মোঃ সুমন রাজস্থলী

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা আনসার ভিডিপির সমাবেশ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।১৩ নভেম্বর রবিবার সকালে উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) শান্তনু কুমার দাস, সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সহকারী জেলা আনসার ও ভিডি এ্যাডজুটেন্ট অফিসার ফয়জুল বারী, প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ওসি জাকির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল ছাত্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার সহ সরকারি বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম সরদার।

সমাবেশে প্রধান অতিথি সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চঃদা) ফয়জুল বারী বলেন, আনসার সদস্য নির্বাচন তথা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরা দেশের একটি গুরুত্বপুর্ণ অংশ। সামনে জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো সুনাম ও নিষ্টার সাথে এ বাহিনী কাজ করে যাচ্ছে। তিনি আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন,একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। এ নির্বাচনে আপনারা দায়িত্ব ও কর্তব্যের সাথে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাবেন।

সমাবেশে ২০০ জন আনসার ও ভিডিপি সদস্য- সদস্যা অংশ নেন। পরে কর্মক্ষেত্রের ভালো কাজে স্বীকৃতির স্বরূপ আনসার সদস্যদের মাঝে সাইকেল, ছাতা, বলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com