শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৩:০৯ পূর্বাহ্ন

রাজস্থলীতে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালিত

Reporter Name / ১৯৪ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : সোমবার, ৭ নভেম্বর, ২০২২, ১১:৪১ পূর্বাহ্ণ

মোঃ সুমন রাজস্থলী

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় ৭ নভেম্বর, ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠন । ১৯৭৫ সালের এই দিনে সংঘটিত হয়েছিল সিপাহি-জনতার এক ঐতিহাসিক বিপ্লব। বাংলাদেশের রাজনীতিতে এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী সেনা অভ্যুত্থান, পাল্টা সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার ঐক্যের অভ্যুত্থান দেশ ও জাতিকে অনাকাক্সিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান।দিবসটি পালনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি মাধ্যমে আজ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজস্থালী উপজেলায় বাজার চত্বরে দলের কার্যালয়ে সবাই একতা ঐক্য হয়ে এই দিবসটি পালন করা হয়।৭ নভেম্বর সোমবার সকাল ১১ঘটিকার সময় রাজস্থলী উপজেলা কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি রাজস্থলী উপজেলা হয়ে বাজার চত্বর হতে পূর্ব-পশ্চিম দিক প্রদক্ষিণ করে উপজেলার বিএনপি কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হন।

এতে উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ(মাস্টারের) সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় শামীম আহমেদ রুবেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি এবং উপজেলা কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com