শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০২:৪৭ পূর্বাহ্ন

রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্থ দলিত পরিবারের পাশে হোপ আউটরিস্ট মিনিস্ট্রি ও প্রজ্ঞা ফাউন্ডেশন

Reporter Name / ৪০ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : বুধবার, ১২ জুন, ২০২৪, ৫:১০ অপরাহ্ণ

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি: মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে মানব সেবায় এগিয়ে এলো (PROGGA FOUNDATION) প্রজ্ঞা ফাউন্ডেশন।হোপ আউটরিস্ট মিনিস্ট্রির আর্থিক সহযোগিতায় আমেরিকান প্রবাসী উত্তম সাহা, মুনমুন সাহা,বিদেশি ফরেনার ভিক্টর,আনর্ডি,জন এর প্রচেষ্টায় রেমাল ঝড়ে ক্ষতিগ্রস্থ দশটি গ্রামের গরীব অসহায় দলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো (PROGGA FOUNDATION) প্রজ্ঞা ফাউন্ডেশন।গ্রাম গুলো হলো,মহন্দী,দপালী,গদাইপুর,মড়ুগাছা,খেশরা,কৈই খালী,বারানগর, মামুদকাটি,কাশিমনগর। পরিবার প্রতি ৫ কেজি চাউল,১ কেজি আলু, ৫০০গ্রাম ডাউল,৫০০গ্রাম তেল, ৫০০গ্রাম লবন,সাবান প্রদান করা হয়।এমন সহযোগিতা পেয়ে অত্যান্ত খুশি গরিব অসহায় দলিত পরিবারগুলো। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সময়কালীন এমন মহতী উদ্যোগ চালু রাখার উদ্ধত আহ্বান জানান তারা।এ সময় (PROGGA FOUNDATION) প্রজ্ঞা ফাউন্ডেশনের চেয়ারম্যান রুপ কুমার সরকার,সভাপতি মনোরঞ্জন দাস,সাধারণ সম্পাদক বিপুল দাস সুপ্রিয়া সরকার,পূজা দাস,গোপাল সরকার,জসিম,বিলাস দাসসহ প্রজ্ঞা ফাউন্ডেশনের সদস্যগণ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। সহায়তা প্রদানকালে সকলে হোপ আউটরিস্ট মিনিস্ট্রি ও প্রজ্ঞা ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com