তারেক সরকার, গফরগাঁও থেকেঃ
সম্প্রতি পরিচালক জাহাঙ্গীর গাজীর নির্দেশনায় নির্মিত হলো রৌদ্রনীল এর কথা,সুর ও কন্ঠে ” এই বুকেতে বসত করে শুধুই যন্ত্রনা” শিরোনামে মিউজিক্যাল ফিল্ম, সংগীতায়জনে ছিলেন জলিল মাহমুদ।
চিত্রনায়িকা অপরুপা আমাদের প্রতিবেদক কে জানান আমি এই প্রথম একটি ভিন্ন ধরনের একটি চরিত্রে অভিনয় করলাম,পরিচালকের কাছে গল্পটি শুনে ধরতে গেলে এক কথায় রাজী হয়ে যাই,গল্প এবং গান দুটু মিলিয়ে চমৎকার একটি প্রোডাকশন নির্মিত হয়েছে।
গুনী নির্মাতা দেলোয়ারের জাহান ঝন্টুর হাত ধরে বিষে ভরা নাগীন চলচ্চিত্রে অভিষেক হয় অপরুপার,তারপর এম এম সরকারের নাগ নাগিনীর স্বপ্ন চলচ্চিত্রে জায়েদ খানের বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেন,এর পর আর থামতে হয়নি এই গুনি অভিনেত্রীর, মাঝখানে বেশ কয়েক বছরের বিরতির পর আবারো মিডিয়াতে সরব হতে চান এই গুনি অভিনেত্রী। তিনি বলেন চলচ্চিত্রে আবারো নিয়মিত হতে চাই,ভালো গল্প এবং চরিত্র পেলে অবশ্যই চলচ্চিত্রে কাজ করবো,চলচ্চিত্র টাকে আমার বুকে ধারন করে বাকি জীবন টা কাটিয়ে দিতে চাই।
রাকিব সুলতান এর প্রযোজনায় ” এই বুকেতে বসত করে শুধুই যন্ত্রনা ”
মিউজিক্যাল ফিল্মটিতে আরো অভিনয় করেছেন রাকিব সুলতান,ভাদ্রিয়া,তারেক সহ আারো অনেকে।
আলোক প্রক্ষেপণে ছিলেন নুরনবী।
জাহাঙ্গীর গাজীর গল্পভাবনায়,চিত্রগ্রহন ও পরিচালনায় মিউজিক্যাল ফিল্ম ” এই বুকেতে বসত করে শুধুই যন্ত্রনা ” খুব শিগ্রই ” রাকিব সুলতান ” ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।