স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক চাপায় সিএনজি আরোহী নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র্যাব-১৪। গত ১৭ ফ্রেব্রুয়ারি রাতে র্যাব-১৪ সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন খাগডহর ঘুন্টি এলাকা হতে মুক্তাগাছা থানাধীন ঘাটুরী বল নামক স্থানে মহাসড়কে বেপড়োয়া গতিতে ট্রাক চালিয়ে ০৩ জন সিএনজি আরোহীকে নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালক মো: আনিছ মিয়া (৪২), পিতা- মো: আজিজুল হক ওরফে হাসু মিয়া, সাং- খাগডহর ঘুন্টি, থানা-
কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ’কে গ্রেফতার করে।
উল্লেখ, গত ১৬ ফেব্র“য়ারি সকালে মুক্তাগাছা-জামালপুর মহাসড়কে মুক্তাগাছা থানাধীন ঘাটুরী বল সড়ক নামক স্থানে বিপরীত দিক দিয়ে দ্রুতগতিতে ধেয়ে আসা ট্রাক অপর দিক থেকে আসা সিএনজিকে চাপা দিলে উক্ত সিএনজি আরোহীর সবাই মারাত্বক আঘাতপাপ্ত হয়। এদের মধ্যে চালকসহ ০৩ জন আরোহী নিহত হয় এবং ০৩ জন আরোহী মারাত¦কভাবে আহত হয়। এ বিষয়ে চালককে আসামী করে মুক্তাগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।