স্টাফ রিপোর্টার : র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাই, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ০৬ মার্চ রাত সাড়ে ১১টায় র্যাব-১৪, সিপিএসসি, টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয় ও সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন নিজকল্পা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের মূল হোতাসহ ১। মোঃ তানভির হাসান (১৬), পিতা – মোঃ বাদশা মিয়া ২। আব্দুস সালাম (১৬), পিতা- মোঃ হাবিবুর রহমান বকুল, উভয় সাং- নিজকল্পা, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হন। উল্লেখ্য যে, গত ০৫ মার্চ র্যাব-১৪. সিপিএসসি,টিটিসি, ময়মনসিংহ ক্যাম্পে একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে আব্দুল্লাহ আল-হাসান নয়ন উল্লেখ করেন তিনি অভিনব কায়দায় ছিনতাইয়ের শিকার হয়েছেন। যুগের সাথে তাল মিলিয়ে অপরাধ প্রবনতা পরিবর্তিত হচ্ছে। এরকমই একটি ঘটনা এ্ই ছিনতাই। ক্রেতা সেজে ফুডপান্ডা ডেলিভারী ম্যানের সর্বস¦ ছিনতাই করে তারা। এই অভিনব ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার পরই মাঠে নামে র্যাব-১৪ এর আভিযানিক দলটি। গতকাল রাতভর অভিযান করে দলটি ছিনতাই চক্রের মূল হোতাসহ দুইজন সদস্য, ছিনতাইয়ে ব্যবহৃত চাকু এবং ছিনাতাইকৃত মোবাইল উদ্ধার করে। এই অপরাধগুলো আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এর ধারাবাহিকতা বজায় থাকলে বড়বড় সামাজিক অপরাধ তারা নির্বিঘ্নে করে যাবে। এজন্য এই অপরাধগুলি সমুলে উৎপাটন এবং অংকুরে বিনষ্ট করতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বদ্ধপরিকর। এব্যাপারে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন।