স্টাফ রিপোর্টার : ময়মনসিংহে অভিযান চালিয়ে স্ত্রীকে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. দুলাল মিয়াকে ১০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। ময়মনসিংহ সদর উপজেলার গোষ্টা দণিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. দুলাল মিয়া একই এলাকার মৃত হযরত আলীর ছেলে। ময়মনসিংহ র্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, ২০০৭ সালের ১৭ ফেব্র“য়ারি গাজীপুরের জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী আমবাগ পূর্বপাড়া এলাকার নাসির মিয়ার ভাড়া বাসায় দুলাল মিয়া তার স্ত্রী শাহানাজ বেগমকে মারপিট করে হত্যা করে। হত্যার পর গলায় রশি পেচিয়ে আম গাছের ঢালে ঝুলিয়ে রেখেছিল। পরবর্তীতে নিহতের পরিবারের প থেকে জয়দেবপুর থানায় দুলাল মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছিলো। ওই মামলায় উক্ত আসামী ২০০৭ সাল থেকে ২০১১ সালের নভেম্বর পর্যন্ত কারাভোগ করে জামিন পায়। এরপর থেকেই সে আত্মগোপন করে। পরবর্তীতে এই মামলায় স্ব্যা প্রমাণ শেষে আদালত আসামী দুলাল মিয়াকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করে রায় দেন।