এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে কৃষক নুরুজ্জামান মিয়ার কপি ক্ষেতে কে বা কাহারা রাতের আধাঁরে কীটনাশক স্প্রে করায় ২০ হাজার কপি গাছ ধব্বংশ।এতে কৃষক নুরুজ্জামানের ৪,০০০০০ লক্ষ টাকার ফসল বিনষ্ট হয়েছে।
মঙ্গলবার (২৯নভেম্বর)সকালে কৃষক নুরুজ্জামান মিয়া তার কপি ক্ষেতে গিয়ে দেখেন ০৪বিঘা জমির ফুলকপি সম্পূর্ন্য পুড়ে গিয়ে পাতা মরে গেছে। কৃষক নুরুজ্জামান গাছের প্রতিটি পাতা ভাল করে নিরিখ করে দেখেন,রাতের আঁধারে কে বা কাহারা প্রতিটি ফুলকপির গাছে ঘাস মারা কীটনাশক স্প্রে করেছে,এতে বিক্রি যোগ্য ২০ হাজার ফুল কপির গাছ সম্পূর্ন্য মরে গেছে এবং পাতা ও গাছ সবে জ্বলে গেছে।এতে কৃষক নুরুজ্জামান মিয়ার ০৪ লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে।কৃষক নুরুজ্জামান ক্ষেতের এই করুন দৃশ্য দেখে বার বার মূর্ছা যাচ্ছে।
এলাকাবাসী সুত্রে জানা যায় গত সোমবার ফুল কপির পাইকার এসে নুরুজ্জামানের কপি নেবার জন্য ১০,০০০ টাকা বায়না করে গিয়েছে,সকালে নুরুজ্জামান কপি কাটার জন্য কামলা নিয়ে ক্ষেতে গেলে তিনি গিয়ে এই অবস্থা দেখতে পান।পুর্ব শত্রুতার জেরে কে বা কাহারা এই ঘটনাটি ঘটিয়েছে।
নুরুজ্জামান আহমেদ বলেন লালমনিরহাট সদর থানায় এই বিষয়ে অভিযোগ দিব,রাতের আধাঁরে কে বা কাহারা কেটেছে আমি দেখি নাই।