এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট
আজ ৬ সেপ্টেম্বর লালমনিরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (আবগারি) গোপন সংবাদের ভিত্তিতে জেলার কালীগন্জ উপজেলার রুদ্বেস্বর গ্রামস্হ সিরাজুল মার্কেটের সামনে মোঃ জুয়েল ইসলাম (উপ-পরিদর্শক-আবগারি) এর নেতৃত্বে ও উপ-পরিদর্শক আবু নাছেরের সহযোগিতায় বিভাগীয় স্টাফ সহ সকাল অনুমান ১০,৩০ ঘটিকার সময় কালীগন্জ উপজেলার মৌজা সাখাতি গ্রামের মৃত্যু মান্নান মিয়ার ছেলে বাদশা মিয়া(৩৩)
একই গ্রামের জছির আলীর ছেলে আমিনুর (৩৫) কে একটি রেজিষ্ট্রেশন বিহীন আরটিআর ১৬০ সিসি লাল রংগের মোটরসাইকেলের ছিটের নিচে বিশেষ ভাবে রক্ষিত ৫০ বোতল ফেনসিডিল ও উত্তর দলগ্রাম গ্রামের আনোয়ার হোনেনের ছেলে দুখু মিয়া (১৯) নামের এক ছেলেকে বাজাজ সিডি ১০০ মটরসাইকেলের পিছনের ক্যারিয়ারে কয়েলের কাটুনে বাধানো ৪২ বোতল ফেনসিডিল সহ এবং পাটগ্রাম উপজেলার মমিনপুর গ্রামের ইউনুস আলীর পুত্র লিটন ইসলাম বাবু(২৩) কে একটি রেজিষ্ট্রেশন বিহীন পিকাপ ও ৫ কেজি গাঁজা সহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (আবগারি) গ্রেফতার করে।
সকল মাদক ব্যবসাহীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩ টি মামলা দিয়ে কালীগঞ্জ থানায় সোপার্দ করেন