রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত 

Reporter Name / ১৯৭ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ৮:০২ পূর্বাহ্ণ

এস,আর শরিফুল ইসলাম রতন,লালমনিরহাট

লালমনিরহাটের আদিতমারী উপজেলার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (০৯ নভেম্বর) ভোরে ওই উপজেলার লোহাকুচি ১৫ বিজিবি ক্যাম্পের অর্ন্তগত ভারতের কইমারী বটথর ক্যাম্পের সীমান্তে ৯২১/৯২২ পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদিতমারী উপজেলার মহিষতলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ওয়াজকুরুনী (২৮) ও একই উপজেলার ঝাড়িরঝাড় গ্রামের আয়নাল হক (৩২)।

আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান , মঙ্গলবার দিবাগত রাতে বাংলাদেশের লোহাকুচি ১৫ বিজিবি ক্যাম্পের অর্ন্তগত ভারতের কইমারী বটথর ক্যাম্পের সীমান্ত দিয়ে গরু পারাপার করতে গেলে ভারতের ৭৫ বিএসএফ’র টহলরত সদস্যরা তাদেরকে লক্ষ করে গুলি ছোড়েন । এসময় গুলিলেগে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

তিনি আরও বলেন, বুধবার সকালে এলাকাবাসী ও আত্নীয়রা খবর পেয়ে সিমান্ত থেকে লাশ উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম জানান, খবরটি পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com