রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর (DNC) কতৃক ৩০কেজি গাঁজা সহ ০১জন আটক

Reporter Name / ১৮১ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ২:২৮ অপরাহ্ণ

এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট

লালমনিরহাট পৌর সভার টি এন্ড টি মোড় সংলগ্ন এস এ পরিবহনের উত্তর পাশ থেকে ৩০ কেজি গাঁজা সহ একজন কে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)লালমনিরহাট।আটক ব্যাক্তির নাম সোহেল (২৯) সে রাজশাহী জেলার চারঘাট থানার ভায়া লক্ষ্মীপুর ইউনিয়নের মজিবর রহমানের পুত্র।

বুধবার (২৬অক্টোবর) সন্ধ্যা ০৭টায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক খায়রুল বাশারের নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পাচারের গোপন সংবাদ আসায় শহড়ের টিএন্ডটি মোড় এলাকায় (D,N,C)অবস্থান নেয়। এসময় মাদক ব্যাবসায়ী সোহেল একটি ব্যাটারি চালিত অটো রিক্সায় সাদা বস্তা নিয়ে এস,এ,পরিবহনের সামনে আসে সন্দেহ জনক অটোবাইকটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা থামতে বলেন, অটোতে রক্ষিত সাদা বস্তুটি চেক করলে ১০টি প্যাকেটে বিশেষ ভাবে মোড়ানো ৩০কেজি গাজা উদ্ধার করা হয়।এসময় গাঁজার সাথে থাকা সোহেল (২৯)কে আটক করে(DNC)

আটক সোহেল ও উদ্ধারকৃত গাঁজা জব্দ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের সংশোধিত ২০২০ মোতাবেক মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com