এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলা হারাটি ইউনিয়নের বৈকন্ঠ ঘাট এলাকায়,সতী নদী রক্ষায় বস্তা ভরাটের নামে বালু তুলে বিক্রি করছেন ইউপি সদস্য হাবিবুর রহমান চপল।
লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন ০৫নং ওয়ার্ডের খামার গোবিন্দ এলাকার বৈকন্ঠ ঘাটে সতী
নদীর ভাঙ্গন রোধে জিও ব্যাগ ফেলানোর উদ্যোগ নেওয়া হয়।জিও ব্যাগ ফেলানোর জন্য বালু উত্তোলন করা হয় সতী নদী থেকে,সেই বালু ট্রলি যোগে প্রকাশ্যে বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছে একটি চক্র।ঘটনাস্থলে গিয়ে দেখা যায় হারাটি ইউনিয়নের ০৫নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান চপলের নেতূত্বে বালু বিক্রি করা হচ্ছে। বালু উত্তোলন করার কারনে সতী নদীর ভাঙ্গন প্রবল আকার ধারন করেছে,এই ভাঙ্গন রোধে পুনরায় মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে নাম মাত্র বস্তা ভরাট করা হয়েছে,এখন সেই বালু ট্রালি লাগিয়ে বিক্রি করছে হাবিবুর রহমান চপল।
হারাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খন্দকার সিরাজুল ইসলাম রানা কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এ বিষয়ে তিনি অবগত নন,অভিযোগ পাওয়া গেলে ব্যাবস্থা নেওয়া হবে ।হারাটি ইউনিয়ন পরিষদের ০৫নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান চপল কে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সে অন্য লোক দিয়ে ফোন ধরান।