এস,আর শরিফুল ইসলাম রতন,লালমনিরহাট
লালমনিরহাট সদরের কাশিপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি রিতা আক্তারকে কু প্রস্তাবে রাজি না হওয়ায় মারপিট করে আহত করায় প্রতিবাদ মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে।
মানববন্ধন অভিযুক্ত কাশিপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী সন্ত্রাসী আবুল কালাম আজাদকে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জেলায় কর্মরত কমিউনিটি ক্লিনিকের সকল কর্মীরা।
শনিবার (২৭ আগস্ট) লালমনিরহাটের মিশন মোড় চত্বরে বিকেল ৫ টায় প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় সহকর্মীর হামলাকারীকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানিয়ে মানববন্ধনে বক্তারা যুবলীগ নেতার এমন কর্মকান্ডে তীব্র ক্ষোভ জানিয়ে বলেন দলের ক্ষমতা দেখিয়ে তিনি অফিসে কর্মরত নারীদের প্রায়ই হেনস্তা করতেন কাশিপুর উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী ও ইউনিয়ন যুব লীগ নেত আবুল কালাম আজাদ।
বক্তারা আরো বলেন নিজ কর্মস্থলে যদি নারীরা সুরক্ষিত থাকতে না পারে তাহলে ভবিষ্যতে কর্মস্থল নারী শূন্য হয়ে পড়বে, তাই দ্রুত অপরাধীরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক।
উক্ত মানববন্ধন ও সমাবেশে লালমনিহাটের সকল কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি বৃন্দরা উপস্থিত ছিলেন।