এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট
লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সাধারণর সম্পাদক পদে হামিদুর রহমান নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু বকর সিদ্দিক সভাপতি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে ৬৪ ভোট পেয়ে মোঃ সিরাজুল হক বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর লতিফ মিল্টন ভোট পেয়েছেন ৪২টি। সাধারণ সম্পাদক পদে মোঃ হামিদুর রহমান ৭০ ভোট পেয়ে বিজয়ী হন,নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম ৩১ ভোট পান।যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন ভোট পেয়েছেন ৫০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওবাইদুল ইসলাম রাজু পেয়েছেন ৪৬ ভোট।অর্থ বিষয় সম্পাদক পদে এসএম শফিকুল ইসলাম লিখন ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী উম্মুল হান্নান ভোট পেয়েছেন ৪৮টি।
এছাড়া প্রতিদ্বন্দি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বকর সিদ্দিক।
নির্বাচনে দায়িত্বরত সহকারী নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রশিদ জানান, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দর ভবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১১৪ জন।