এস,আর শরিফুল ইসলাম রতন,লালমনিরহাট
জুয়ার বিরুদ্ধে চলমান অভিযানে লালমনিরহাট থানা পুলিশ কর্তৃক জুয়ার আসর হইতে জুয়া খেলা অবস্থায় আলমতসহ ০২ জন জুয়াড়ুকে গ্রেফতার করেছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এরশাদুল আলম এর নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে গতকাল ৫ মে দিবাগত রাত্রে লালমনিরহাট থানাধীন ০৫ নং হারাটি ইউনিয়নের আটবিল দর্পনস্কর এলাকার মোঃ রফিকুল ইসলাম রফিক এর ইউক্লিপ্টাস গাছের বাগানের ভিতর জুয়া খেলা অবস্থায় ০২ জন জুয়াড়ুকে গ্রেফতার করে আটককৃত জুয়ারুরা হলেন হারাটি ইউনিয়ন পরিষদের চৌকিদার মোঃ মানিক ও হারাটি ইউনিয়নের স্কুল শিক্ষক মোঃ রবিউল ইসলাম জুয়াড়ুদের বিরুদ্ধে লালমনিরহাট সদর থানার একটি মামলা দায়ের করে যাহার মামলা নং-১৯, তারিখ- ০৫/০৫/২০২৩খ্রিঃ, ধারা – ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪, রুজু করা হয়, এসময় জুয়া খেলার সরঞ্জামাদি তাস,পলিথিন ও নগদ ১৯০ টাকা জব্দ করে পুলিশ।