শরৎতে আমনের ধান
মোঃ শহিদুল্লাহ মিয়া
খালিয়াজুরী নেত্রকোনা
আকাশটা সাদা নীল ও কালো
শরতের অনেক রং কাশফুল ভালো,
মাঠ ভরা আমন ধান সবুজ সমারোহ
খেতে খেতে ধানের গাছ সবুজ ভরায়।
সামনে পূজা ঢাক ঢোল সানাই বাজিয়ে
দূর্গা পূজা শারদীয় উৎসব সাজিয়ে,
শিউলি ফুল রাতে ছড়ায় কত গন্ধ
শরতের আমন ধানের ঘ্রাণে আমি মুগ্ধ।
আশ্বিন মাসে দিনে কানি বগ দৌড়ে
আমনের খেতে পানি অল্প ছোট মাছ নড়ে,
আহার খুঁজে বেড়ায় বগ দল বেধে
আমনের ধানের লম্বা চিটা ধরে।
শিশির কণা ভিজে গাছের পাতা
সকাল বেলা মানুষের পায়ে যথা।