ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি :
শার্শা উপজেলায় গোড়পাড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার সময় উপজেলার গোড়পাড়া বাজারের হিরা টেইলার্স এন্ড বস্ত্রালয় এবং ভাই ভাই গার্মেন্টস এন্ড ফ্যাশান হাউজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । হিরা টেইলার্স এন্ড বস্ত্রালয়ের মালিক আশরাফুল আলম বলেন, আমি বাড়ি থেকে বাজারে এসে দেখি দোকানের ভিতর থেকে ধোয়া বের হচ্ছে। তাড়াতাড়ি শার্টার খুলে দেখি ভিতরে সব পুড়ে শেষ হয়েগেছে। পরে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এতে দোকানে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেয়েছে বলে জানান।