ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি
আসন্ন যশোর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাইফুজ্জামান পিকুলের পক্ষে প্রচার -প্রচারনা করেছেন শার্শা উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও শার্শা উপজেলার গণমানুষের নেতা নাজমুল হাসান।
শুক্রবার বিকেলে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে শার্শার বিভিন্ন ইউনিয়নে তিনি নির্বাচনী প্রচার-প্রচারণা করেন।
এসময় তিনি আ.লীগ মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চান।
প্রচার – প্রচারনাকালে এ সময় তার সফরসঙ্গী হিসাবে ছিলেন: শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী রাজু,শার্শা উপজেলা সেচ্ছাসেবকলীগে যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবীলীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুবলীগ নেতা কাজী মালেকুজ্জামান সুজন,শামীনুর রহমান,শফিক মাহমুদ ধাবক, আওয়ামী লীগ নেতা আয়নাল হক, সেচ্ছাসেবকলীগ নেতা ডায়মন্ড মড়ল, মফিজুর রহমান, আব্দুল জব্বার, রেজাউল ইসলাম , কমিরুজ্জামান কবির, মোঃ শামিনুর রহমান আলী কদর, রাসেল হাসান সহ প্রমুখ