মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:১৬ অপরাহ্ন

শার্শা উপজেলা যুব মহিলালীগ’র ত্রি-বার্ষিক সন্মেলন অনুষ্টিত

Reporter Name / ১৮৭ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২, ৪:০৪ অপরাহ্ণ

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধিঃ

বাংলাদেশ যুব মহিলালীগ শার্শা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সন্মেলন-২০২২ অনুষ্টিত হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বিকাল ৩ টার সময় উপজেলা কলেজ প্রাঙ্গনে শার্শা উপজেলা শাখার যুব মহিলা লীগের আহবায়ক শিরিনা আক্তারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক লিলিফুন নাহার লিলির সঞ্চালনায় এ ত্রি-বার্ষিক সন্মেলন-২০২২ অনুষ্টিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও পায়রা উড়িয়ে এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক সম্মেলন শুরু করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার অনুষ্ঠানের উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠনে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, যশোর জেলার যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী ও সাধারণ সম্পাদক শামীমা আলম সালমা ৷

এসময় আরও উপস্থিত শার্শা উপজেলার আওয়ামীলীগের সভাপতি ও উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলার যুগ্ম-সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক (দ্বায়িত্বপ্রাপ্ত যশোর জেলা) শারমিন সুলতানা শর্মি , শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সর্দার।

সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি অনুষ্ঠানের উদ্ভোধক নাজমা আকতার বলেন, “শেখ হাসিনার সুযোগ্য নেত্বত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার যুব-মহিলা লীগ সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেত্বত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দূর্বার এখন সময় বাংলাদেশের মাথা উচুঁ করে দাড়াবার৷” আওয়ামী লীগের পাশাপাশি সকল সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে তাদের কমিটি গঠন করা হবে। বিএনপি অন্যায় ভাবে সরকারকে উৎখাত করে ক্ষমতায় আসতে চায়। তাদের এই আশা পূরণ হবে না। বিএনপির নেতারা শুধু মিথ্যাচার করে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে যুব মহিলা লীগকে ভূমিকা রাখতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন বলেন, আশা করি এই সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির নেতৃত্বে শার্শাতে যুব মহিলা লীগ আরও শক্তিশালী সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। তাদেরকেই কমিটির নেতৃত্বে রাখতে হবে যারা আগামী দিনে বিএনপির হটকারীকে রুখে দিতে পারবে। আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে তাদেরকে প্রতিহত করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রী হাতকে আরও শক্তিশালী করতে হবে। বিএনপি আন্দোলনের ভয় দেখায়। কিন্তু আমাদেরকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নাই। শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নে ও মানুষের জন্য যে কাজ করেছে তা মানুষ এত সহজে ভুলে যাবে না। তাদেরকে সাথে নিয়ে মাঠে নামলে বিএনপিকে খুঁজে পাওয়া যাবে না। যুব মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের কাজই হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা।

অনুষ্ঠান শেষে শার্শা উপজেলা যুব মহিলা লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি নাম ঘোষণা করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com