এনামুল হক ছোটনঃ
৫ থেকে ১১ বছর শিশুদের কোভিড-১৯ টিকাদান পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ( মসিক) ও সিভিল সার্জন । বুধবার সকালো নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন সিটি কর্পোরেশন ও সিভিল সার্জন এর কর্মকর্তাগণ। নগরীর নহওমল এলাকার স্নানপ্লাওয়ার বিদ্যালয়ের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় টিকা প্রদানকারীদের টিকা নেওয়া ছাত্র ছাত্রীদের সচেতনতামূলক দিকনির্দেশনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন মসিক স্বাস্থ্য কর্মকর্তাগণ। পরিদর্শনকালে মসিক খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার জানান, মাননীয় মেয়র এর নির্দেশনা অনুযায়ী ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুকেই টিকাদানের আওতায় আনা হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ , খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, ময়মনসিংহ সিভিল সার্জনের স্বাস্থ্য পরিচালক শাহ আলম, স্যানেটারি ইন্সপেক্টর জয়নাল আবেদীন, টিকাদান কর্মসূচি সুপারভাইজার মাসুম মিয়া, স্নানপ্লাওয়ার স্কুলের প্রধান শিক্ষক সহ স্থানীয় ব্যক্তিবর্গ।