স্টাফ রিপোর্টার:
জাহাঙ্গীর গাজীর পরিচালনায় শীঘ্রই আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী রুদ্র নীল এর কন্ঠে এই বুকেতে বসত করে শুধুই যন্ত্রনা।
রাকিব সুলতান ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে এই বুকেতে বসত করে শুধুই যন্ত্রনা গানটি।
গানটির গীতিকার ও সুরকার রুদ্র নীল।সঙ্গীত আয়োজনে করেছেন জলিল মাহমুদ।
গানটিতে অভিনয় করেছেন রাকিব সুলতান,বাদরিয়া হোসাইন,তারেক,অপরুপা,শহিদুল ইসলাম,আলিম আল রাজিম সহ আরো অনেকেই।
জাহাঙ্গীর গাজীর গল্প ভাবনা,চিত্রগ্রহন ও পরিচালনায় আশা করি নতুন লোকেশনে, নতুন চিন্তা ধারা নিয়ে নির্মিত, মিউজিক ভিডিও টি দর্শক মনে সারা দিবে।