মোঃ সুমন
জাগো হিন্দু পরিষদ ( JHP) রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে দক্ষিণ রাজানগর শ্রী শ্রী মা মগদ্বেশরী মন্দিরে শুভ উদ্বোধন হল JHP রাঙ্গুনিয়া বৈদান্তিক গীতাপীঠ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সম্মানিত সাধারণ সম্পাদক টিটু শীল মহোদয়, সাংগঠনিক সম্পাদক লিটু সূত্রধর মহোদয়, সমাজ বিষয়ক সম্পাদক অমিত পারিয়াল মহোদয়, JHP রাঙ্গুনিয়া উপজেলার সম্মানিত সভাপতি প্রনীল মালাকার মহোদয়, সহ সাধারণ সম্পাদক সুভাষ শীল মহোদয়,ধর্ম বিষয়ক সম্পাদক রনজিত দেবনাথ, প্রচার সম্পাদক শান্তনু বিশ্বাস মহোদয়, সহ প্রচার সম্পাদক রবি দত্ত মহোদয়, সদস্য সবুজ দেবনাথ, এবং বেতাগী ইউনিয়ন কমিটির সভাপতি রাজেশ দাশ, কোদালা ইউনিয়নে আহবায়ক জগন্নাথ প্রভু, সরফভাটা ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক ছোটন দেবনাথ, বাঙ্গালহালিয়া ইউনিয়নের সাবেক সভাপতি জগদীশ দেবনাথ পূজন, রাজানগর ইউনিয়ন কমিটির সভাপতি সনজয় শীল, সাধারণ সম্পাদক দিপক দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ইমন কর, প্রচার সম্পাদক উৎসব আর্চায্য, চন্দন দেবনাথ, প্রমুখ।
সকাল ৯ টায় দক্ষিণ রাজানগর ইউনিয়নের শ্রী শ্রী মা মগদ্বেশরী মন্দিরে JHP রাঙ্গুনিয়া বৈদান্তিক গীতাপীঠ শুভ উদ্বোধন হয় এরপরে যথাক্রমে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরে গীতা স্কুলে শিক্ষার্থীদের শ্রীমদভগবদগীতা গীতা, খাতা, কলম, স্টান্ড বিতরণ এবং শ্রী শ্রী লোকনাথ মন্দিরে ও শ্রীমদভগবদগীতা গীতা, খাতা, কলম, স্টান্ড বিতরণ করেন।
পরিশেষে শ্রী শ্রী লোকনাথ মন্দিরে ভোগ আরতি কীর্তন করেন জাগো হিন্দু পরিষদ রাঙ্গুনিয়া উপজেলার টিম।এবং বিশ্বশান্তি কামনায় প্রার্থনার মধ্যেমে অনুষ্ঠানে সমাপ্তি হয়।