রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

শেরপুরের ঝিনাইগাতীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা

Reporter Name / ১৬৭ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১১:০১ পূর্বাহ্ণ

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর :

ঝিনাইগাতীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ। এতে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভু‚মি) মো. আশরাফুল কবির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারজানা আক্তার, থানার উপপরিদর্শক (এসআই) রাজিব কুমার প্রমুখ।

কর্মশালায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com