শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

শেরপুরের নালিতাবাড়ীতে প্রাইভেটকারে করে প্রাচারকালে ৫৯ বোতল ভারতীয় মদসহ ২ প্রচারকারি আটক

রির্পোটারের নাম / ১০২ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ২:৫৪ অপরাহ্ণ

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর

শেরপুরের নালিতাবাড়ীতে প্রাইভেটকারে করে প্রাচারকালে ৫৯ বোতল ভারতীয় মদসহ ২ মাদককারবারিকে আটক করেছে থানা পুলিশ। ২০সেপ্টেম্বর বুধবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুত্রে জানা গেছে, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া গ্রামের মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার পশ্চিম সমশ্চুড়া গ্রামের রফিকুল ইসলাম (২৫) ও পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া মারুয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৩০)।

পুলিশ জানায়, মধুটিলা ইকোপার্ক এলাকায় প্রাইভেটকারযোগে মাদক পাচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৩৫ বোতল এসি ব্লাক ও ২৪ বোতল রয়েল স্ট্যাজ ব্রান্ডের ভারতীয় মদ উদ্ধার করে । সে সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com