সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

শেরপুরের নালিতাবাড়ীতে গাছ কাটার অভিযোগে মামল – আহত ৩ জন

রির্পোটারের নাম / ১৫৮ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: শনিবার, ২২ অক্টোবর, ২০২২, ১২:৩৭ অপরাহ্ণ

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর

শেরপুরের নালিতাবাড়ীতে বাড়ি থেকে বেড় হওয়ার পথ আটকিয়ে ভোর রাতের অন্ধকারে ৪০টি ফলজ ও বনজ গাছ কাটার অভিযোগে নালিতাবাড়ী থানায় মামলা ।

ঘটনাটি ঘটেছে সন্ন্যাসী ভিটা গ্রামে ছাইদুর রহমানের বসত বাড়ির সীমানা সংলগ্ন হাবিবুর রহমানের বাড়ি থেকে বেড় হওয়ার রাস্তায় ।

সরেজমিনে ও মামলা সূত্রে জানাগেছে , নালিতাবাড়ী উপজেলার সন্ন্যাসিভিটা গ্রামের হাবিবুর রহমানের রোপিত ফলজ ও বনজ ৪০টি গাছ কেটে ফেলেন তার আপন জ্যাঠাতো ভাই ছাইদুর রহমান ও তার ছেলের নেতৃত্বে বহিরাগত ২০/২৫ জনের একটি সংঘবদ্ধ দল ।

এ সময় ছাইদুর রহমান হাবিবুর রহমানের বাড়ি থেকে বেড় হওয়ার রাস্তা বেড়িকেট দিয়ে গাছ কাটা শুরু করে। হাবিবুর রহমান টেরপেয়ে বাধাঁ দিতে গেলে ছাইদুরের লোকজন হাবিবুর রহমানের ছেলে জাহিদুরকে মাথায় কুপিয়ে গুরত্বর আহত করে ।

গতকাল শুক্রবার ২১ অক্টোবর হাবিবুর রহমান বাদী হয়ে নালিতাবাড়ী থানায় আপন জ্যাঠাতো ভাই ছাইদুর রহমান সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।

সরেজমিনে গেলে স্থানীয় মো. নূরুল আমিন, আব্দুল্লাহ ,জহিরুল ইসলাম জানান হাবিবুর রহমান প্রায় ১৬ বছর পূর্বে ফুফাতো ভাই খলিলুর, মো আব্দুর রহমান, আব্দুল মোমিন ও আকবর আলীর নিকট ১৩ শতাংশ জমি সাবকবলা কিনে বাড়ি থেকে বেড়হওয়ার জন্য রাস্তা নির্মান করে গাছ রোপন করেন ।

ক্রয় কৃত জমি দাদার এজমালী হওয়াতে উভযের মধ্যে রাস্তা সংলগ্ন ছাইদুর রহমানের সাথে জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় ।

এই বিরোধের জেড় ধরে ছাইদুর রহমান ২১ অক্টোবর ভোররাতে সবার অজান্তে বহিরাগত ভারাটিয়া লোকজন নিয়ে গাছগুলি কেটে ডালিয়ে দেয় ।

এব্যাপারে ছাইদুর রহমান বাড়ি না থাকায় কথা হয় ছাইদুর রহমানের স্ত্রী আমেনা বেগমের সাথে কথা হলে তিনি জানান জমি তার স্বামীর বিচার শালিসে তাদের গাছ কেটে নেওয়ার কথা ছিল কিন্ত; তারা গাছ কেটে নেয়না । তাই ঘটনার দিন গাছ কেটে দেওয়া হয়েছে ।

এব্যাপারে নালিতাবাড়ী থানার এস আই কামরুল ইসলামারে নিকট জানতে চাইলে তিনি জানান, থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে । বিষয়টি তদন্ত করা হচ্ছে ।

নালিতাবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উৎযাপন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি শেরপুরের নালিতাবাড়ীতে আইনমেনে সড়কে চলি ,নিরাপদে ঘরেফিরি শ্লোগানে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ দিবস সড়ক উপলক্ষ্যে রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । র‌্যালী শেষে উপজেলা হল রুম তেপান্তরে, শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক,প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুল আলম ট্রাকবাস মালিক সমিতির সভাপতি বাবু অরুন চন্দ্র সরকার , শিক্ষক প্রতিনিধি ফরিদ আহমেদ ও শ্রমিক নেতা আব্দুল মান্নান প্রমুখ ।

এসময় বক্তারা বলেন চালকদের সর্তক থেকে আইনমেনে গতি নিয়ন্ত্রন করে যাবাহন চালাতে হবে । পাশাপাশি পথচারীদের সর্তক ভাবে পথ চলতে হবে । চালক ও পথচারীদের সর্তকতায় সড়ক র্দূঘটনা নিয়ন্ত্রন সম্ভব ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com