মোঃ বিল্লাল হোসেন,শেরপুর
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসিলারেটিং প্রোটেকশন ফর চিল্ড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় উপজেলার কদমতলী উচ্চ বিদ্যালয় মাঠে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
” গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিবে আলোর রেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল।এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। অন্যান্যদের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, এপিসি প্রকল্পের চাইল্ড রাইট ফ্যাসিলিটেটর আবু হায়াৎ মোস্তফা কামালসহ প্রায় দুই শতাধিক অভিভাবক, শিশু ও কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন।