রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন
নোটিশঃ
বিডি ২৪ ক্রাইম সাথে থাকুন। আপডেট খবর পড়ুন

শেরপুরের শ্রীবরদীতে তাতিদলের কর্মিসভায় হট্টগোল পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় ৩ পুলিশ আহত ককটেলসহ গ্রেপ্তার ১৫ 

রির্পোটারের নাম / ১৮১ বার প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
আপডেট সময় :: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ১:৪৫ অপরাহ্ণ

মোঃ বিল্লাল হোসেন, শেরপুর

শেরপুরের শ্রীবরদীতে তাঁতিদলের কর্মী সমাবেশে হট্টগোল ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে । এসময় ককটেল ফাটিয়ে স্লোগান দিতে থাকে দলীয় নেতা কর্মিরা এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। জানা গেছে,

শুক্রবার রাতে পৌর শহরের উত্তর বাজার জামে মসজিদ ও পোষ্ট অফিসের পাশে সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল, পাঁচটি

বিস্ফোরিত ককটেল কিছু ইটের টুকরো সহ ১৫ জনকে আটক করে। এ ব্যাপারে থানায় বিস্ফোরক আইনে আটক ১৫ জনসহ ৩৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আজ শনিবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা করা হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার শ্রীবরদী উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদলের কর্মী সমাবেশ শেষ হয় সন্ধ্যায়। পরে দলের নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে উশৃংখল আচরণ ও নানা শ্লোগান দেয়। এ সময় পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তিনজন পুলিশ আহত হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে শহরের উত্তর বাজার জামে মসজিদ ও পোষ্ট অফিসের পাশে সড়ক থেকে ১৫ জনকে আটক করে। এসময় উদ্ধার করা হয় দুটি অবিস্ফোরিত ককটেল ও পাঁচটি বিস্ফোরিত ককটেলের অংশ ও ইট পাটকেল। আটককৃতরা হলো, উপজেলার চক্রপুর গ্রামের আব্দুল করিম জানু (৪৮), চঞ্চল মিয়া (২২), চাউলিয়া গ্রামের আব্দুল হান্নান (৩২), সাইফুল ইসলাম (৫০), আজহার আলী ( ২৮),আল আমিন (২৮), কাজল মিয়া (২০), শামসুল মিয়া (৪০), আব্দুর রহিম (২৫), জসীম উদ্দীন (৩২), পশ্চিম গোপালখিলার আব্দুল হাকিম ( ৩৫), ইসমাইল হোসেন (৪৫), শিপন মিয়া (২০), শাহ আলম মিয়া (২৪) শাহজাহান (৪৪)। এজাহারভুক্ত রয়েছে আরো ১৬ জন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত বিপ্লব সত্যতা নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আপনার মতামত লিখুন
Theme Created By ThemesDealer.Com