নজরুল ইসলাম খায়রুল, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ মডেল থানায় সদ্য যোগদানকৃত নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ মতবিনিময় সভা করেছেন।
শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মোহাম্মদ দাউদ বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ নির্মূল করা সম্ভব হবে’।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক সুবীর বসাক, আলম সারওয়ার টিটু, সাংবাদিক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, সোহেল চৌধুরী, আনোয়ারুল ইসলাম ভুইয়া, শফিক আদনান, জুয়েল চৌধুরী, নাজিম উদ্দিন, ফাইজুল হক গোলাপ প্রমুখ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মোখলেছুর রহমান, ইন্সপেক্টর (অপারেশন) তরিকুল ইসলাম, ইন্সপেক্টর (ইন্টিলিজেন্স এন্ড সিপি) আক্তারুজ্জামান খানসহ জেলার কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।