হাফেজ আবুল বাশার তালুকদার
সাবধানে ড্রাইভার ভাইয়েরা চালালে গাড়ী, অনেক দূরের যাত্রীরা,নিরাপদে যেত পারে বাড়ি।
যাত্রা শুরুর আগে গাড়ী করি চেক, যেখানে সেখানে গাড়ী করিওনা ব্রেক।
কে যাবে আগে পরে ধরিওনা এই বাজি, রাগ জিদ উত্তেজনা, শয়তানের কারসাজি।।
যার যেই লাইন আছে সেই পথে চল, সমস্যা হলে যে কোন ট্রাফিক কে বল।
নিরাপদে যাত্রীদের পৌছে দিও ভাই, সাবধানে পথ চলায় কোন ক্ষতি নাই।
জীবনের অনেক মূল্য সকলেরই জানা, একটি মাত্র দূর্ঘটনা, সারাজীবনের কান্না।
রাস্তা পারাপারে সবাই মেনে চলি ট্রাফিক আইন যেখানে সেখানে গাড়ী পার্কিং করলে হবে ফাইন।
রাস্তা গুলো চওড়া হলে কত যে হয় ভালো, রাতের বেলায় চলার পথে দাও জ্বালিয়ে আলো।
গাড়ীর চাকা কেড়ে নিল কত যে তাজা প্রাণ, ঘরে কত দুঃখ নেমে এলো কাঁদলো যে স্বজন।
প্রতিদিন অনেক খবর পাই খবরের পাতায়, দেশ জুড়ে গেল আজ কত প্রান সড়ক দূর্ঘটনায়।
এই পৃথিবীর ঘর সংসার কতই না রঙিন, একটি মাত্র দূর্ঘটনায় স্বপ্ন গুলো হলো যে মলিন।।
নেশা করে কেউ কখনো চালাবেনা গাড়ী, ব প্রিয়জন হায় বসে আছে কখন আসবে বাড়ী।।
যাত্রী, চালক,আমরা সবাই আসুন মিলাই হাত, সড়ক দূর্ঘটনায় রুখে দাড়াই,করবো বজিমাৎ।
আর যেন সড়ক দূর্ঘটনায় না যায় একটি প্রাণ, চালক, যাত্রী, ট্রাফিক সবাই হয়ে যাই সাবধান।।