আজ ২রা জানুয়ারি ২০২২ সালের প্রথম কর্মদিবসে পদ্মা ব্যাংক লিমিটেড সারাদেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন বছর উদযাপন করেন। যার মধ্যেছিল সারা অফিস নানান রংগের বেলুন দিয়ে সাজানো প্রতিটি অফিসের সামনে গেইট তৈরী করা, কেক কাটা ইত্যাদি। যার পরিপ্রেক্ষিতে ময়মনসিংহ শাখার শাখা ব্যাবস্থাপক সেলিমা বেগম ও নানান আয়োজনে ইংরেজি নববর্ষ উৎযাপন করেন । সে সময় শাখায় উপস্থিত ছিলেন ব্যাংকের আমানত কারি ও ঋণ গ্রহীতাগণ সহ ময়মনসিংহের বিশিষ্ট ব্যাক্তিত্ব ও গুণী জনেরা। ২০২২ সালের নতুন নতুন বছরকে কেক কাটার মাধ্যমে বরন করে নেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোফেসর ড. এম এ আবদুল আওয়াল,
এ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ইন্জিনিয়ার নূরুল আমিন কালাম, বরেন্দ্র চন্দ্র পাল, বিশিষ্ট ব্যাবসায়ী জনাব মাহবুবুল আলম, নাট্য ব্যাক্তিত্ব শাহাদাত হোসেন খান হিলু সহ অনান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ।