শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

সোনালী ব্যাংক ইটনা শাখা সুসজ্জিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নবরূপে

Reporter Name / ১৭৬ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : সোমবার, ২৪ জানুয়ারি, ২০২২, ৯:২৭ অপরাহ্ণ

মো. আবুল কালাম আজাদ : রবিবার মহামান্য রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধেয় মো. আব্দুল হামিদ মহোদয়ের জন্মভূমিতে সোনালী ব্যাংকের ইটনা শাখা উপজেলার সুসজ্জিত ও সুপরিসর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে নতুনভাবে যাত্রা শুরু করে। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেড এর ইটনা শাখা উপজেলার মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবনে নতুনরূপে পথচলার শুভক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০৪ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক। ইটনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের অন্যতম নির্বাহী জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস এফসিএমএ, এফসিএ, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ স¤পাদক মো. খলিলুর রহমান, ইটনা থানার অফিসার ইন চার্জ কামরুল ইসলাম মোল্লা, সাবকে মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম ঠাকুর। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ-০৪ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক তার বক্তব্যে বলেন, সোনালী ব্যাংক গণমানুষের ব্যাংক হিসেবে সরকারের সকল উদ্যোগের সাথে সমপৃক্ত থেকে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং অবকাঠামো উন্নয়নে অবদান রেখে চলেছে। তিনি আরও বলেন, সোনালী ব্যাংক সরকারে বিভিন্ন সেবা সূচকে বিনা ফীতে মানুষের সেবা দিচ্ছে অতীব আন্তরিকার সাথে। সোনালী ব্যাংকের ইটনা শাখা হাঁস পালন প্রকল্প, গরু পালন, ক্ষুুদ্র খামার, ক্ষুদ্র ও কুটির শিল্প সহ বিভিন্ন ছোট-বড় প্রকল্পে ঋণ প্রদানের মাধ্যমে হাওর পাড়ের কোমল প্রাণ জনমানুষের কল্যাণে কাজ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আন্তরিক মনোযোগ নিবেদন করার উপর জোর দেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক। অনুষ্ঠানের বিশেষ অতিথি সোনালী ব্যাংকের অন্যতম নির্বাহী জেনারেল ম্যানেজার সুভাষ চন্দ্র দাস এফসিএমএ, এফসিএ তার বক্তব্যে ব্যাংকের ডিজিটাল সেবা তথা সোনালী ই-ওয়ালেট, সোনালী ই-সেবা ছাড়াও সর্ববৃহৎ ব্যাংকের সহজতর সেবা কার্যক্রমের বিভিন্ন দিক আলোকপাত করেন। জনাব সুভাষ বলেন, সোনালী ই-ওয়ালেট এ্যাপসের মাধ্যমে মানুষ এখন ঘরে শুয়ে-বসে সহজে এবং দ্রুততম সময়ে ইউটিলিটি বিল প্রদান, ফান্ড ট্রান্সফার, মোবাইল রিচার্জ সহ নানাবিধ সেবা উপভোগ করতে পারছে। সোনালী ই-সেবা এ্যাপসের মাধ্যমে মানুষ এখন ঘরে শুয়ে-বসে সহজে এবং দ্রুততম সময়ে ব্যাংক হিসাব খোলা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফী প্রদান ছাড়াও বিভিন্ন সেবা ভোগ করার সুযোগ সৃষ্টি হয়েছে এবং সোনালী ব্যাংকের ডিজিটাল সেবার আওতায় বিদেশে অবস্থানরত প্রবাসীরা দ্রুততম সময়ের মধ্যে তার স্বজনের কাছে রেমিট্যান্স পাঠাতে পারছে বলেও তার বক্তব্যে উলে¬খ করেছেন জনাব সুভাষ। জনাব সুভাষ অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, দেশ-মাটি আর মানুষের কল্যাণে সততা আর নিষ্ঠার সাথে কাজ করতে সোনালী ব্যাংক পরিবার অঙ্গীকারবদ্ধ। তিনি মুক্তিযোদ্ধা কমপে¬ক্স ভবনে সোনালী ব্যাংকের শাখা স্থাপনের সুযোগ দানের জন্য কিশোরগঞ্জ-০৪ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক এবং এর সাথে স¤পৃক্ত সকলের প্রতি সোনালী ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। জনাব সুভাষ দেশ মাতৃকার মুক্তির সংগ্রামের সকল শহিদ ও মুক্তিযোদ্ধাগণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, যাদের মহান ত্যাগে আমরা বাংলাদেশ পেয়েছি এবং আমি সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার হয়েছি তাদের প্রতি শ্রদ্ধা প্রতিদিনের-প্রতিক্ষণের। অনুষ্ঠানে জেনারেল ম্যানেজারস অফিস ময়মনসিংহের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল¬াহ আল মামুন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রিন্সিপাল অফিসার ও জেনারেল ম্যানেজার মহোদয়ের একান্ত সচিব আবুল কালাম আজাদ, কিশোরগঞ্জ অঞ্চলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবুল হাশেম, প্রিন্সিপাল অফিসার মো. আলমগীর হোসেন, ইটনা শাখার ম্যানেজার সুরনজিত দাস সহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তাগণ, সংবাদকর্মী এবং ইটনা উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com