অনলাইন ডেস্ক: সৌদি আরবে আরো একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মঙ্গলবার লুৎফুর রহমান (৬৫) নামের এক হজযাত্রী মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-এ ১২৯৬৯৪০৮। এ নিয়ে এ পর্যন্ত তিনজন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন।
বুধবার রাত আড়াইটার দিকে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ১৫ মে চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি একজন হজযাত্রী মারা যান। ওইদিন মো. আসাদুজ্জামান মদিনায় মৃত্যুবরণ করেন। এরপর শনিবার (১৮ মে) মো. মোস্তফা নামের একজন হজযাত্রী মক্কায় মারা যান।
হজ ফ্লাইট শুরু হওয়ার পর গত মধ্যরাত পর্যন্ত ৩৪ হাজার ৭৪১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। অন্যদিকে এখন পর্যন্ত ৮৪ হাজার ২৪ জন হজযাত্রীর ভিসা হয়েছে।