পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচ গড়াল শেষ ওভারে। জয়ের জন্য পাকিস্তানের চাই ১১ রান, আফগানিস্তানের প্রয়োজন ১ উইকেট। ম্যাচ হেলে তাদের দিকেই।
শুরু থেকে চমৎকার বোলিংয়ে দলকে লড়াইয়ে রাখলেন যিনি, সেই ফজলহক ফারুকি শেষটায় করে বসলেন গড়বড়। তার দুটি ফুল টস বলে পরপর দুই ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে নাটকীয় জয় এনে দিলেন বোলার নাসিম শাহ।
এশিয়া কাপের ‘সুপার ফোরে’ বুধবার ১ উইকেটের জয়ে ফাইনালে উঠল পাকিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের ১২৯ রান পেরিয়ে যায় তারা ৪ বল হাতে রেখে।
লড়াইটা পাকিস্তান ও আফগানিস্তানের হলেও এই ম্যাচে প্রবলভাবে ছিল ভারত। রোহিত শর্মার দলের ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে পাকিস্তানের হার ছিল জরুরি।
সেটি না হওয়ায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেল ভারত ও আফগানিস্তানের। পাকিস্তানের সঙ্গে ফাইনালের টিকেট নিশ্চিত হলো শ্রীলঙ্কারও। সুপার ফোরে দুই দলই জিতেছে প্রথম দুই ম্যাচ। এই পর্বের বাকি দুই ম্যাচ এখন স্রেফ আনুষ্ঠানিকতার।