সানজিদ মাহমুদ সুজন,জেলা প্রতিনিধি,শরীয়তপুর
বাংলাদেশ স্কাউটস, জাজিরা উপজেলা, শরীয়তপুরের আয়োজনে, সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ ও মির্জা হজরত আলী উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের অংশগ্রহণে, জাজিরা উপজেলা চত্বর, শহীদ মিনার,শিল্পকলা একাডেমী, উপজেলা স্কাউট ভবন ও সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ফল বাগান এলাকায় পরিস্কার পরিছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।
আমাদের স্কাউট সোনামনিরা বাড়ি থেকে দা,কাচি, কোদাল ও মই নিয়ে অংশ গ্রহণ করে।
আমাদের উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম,শরীয়তপুর জেলা স্কাউটস কমিশনার জনাব সঞ্জীব চন্দ্র কর্মকার, জাজিরা উপজেলা স্কাউট লিডার জনাব মো. বিপ্লব হোসেন(সহকারী প্রধান শিক্ষক, মির্জা হজরত আলী উচ্চ বিদ্যালয়), সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের ইউনিট লিডার জনাব আ. আজিজ খান এবং শরীয়তপুর জেলা সিনিয়র রোভারমেট জনাব শ্রী অরুপ কুমার ঢংঙ্গী স্বশরীরে পরিস্কার পরিছন্নতায় অংশ গ্রহণ করেন।
নিজ হাতে পরিশ্রম করে দেশপ্রেমিক জাতি গঠনে আমাদের নতুন প্রজন্ম এগিয়ে যাচ্ছে।