রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৫০ পূর্বাহ্ন

স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ৪৯ Time View প্রিন্ট / ই-পেপার প্রিন্ট / ই-পেপার
Update : সোমবার, ১০ জানুয়ারি, ২০২২, ১০:০৫ অপরাহ্ণ

রঞ্জন মজুমদার শিবু : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা নিবদনের অংশ হিসেবে আগামী একবছর (১৬ ডিসেম্বর ২০২১ থেকে ১৬ ডিসেম্বর ২০২২ পর্যন্ত) কান্ট্রি ব্র্যন্ডনেম হিসেবে “মুজিব’স বাংলাদেশ’ পর্যটন বিষয়ক সকল ধরণের প্রচার প্রচারণায় ব্যবহার করার সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার (১০ জানুয়ারী) সন্ধায় স্বাস্থ্যবিধি মেনে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন এর উদ্যোগে কনসার্ট/সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এসময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের মুক্তির জন্য যে লড়াই সংগ্রাম করে গেছেন তার জন্য সালাই জানাই। বঙ্গবন্ধুর জন্যই আজ আমরা বিশ্বে পরিচিতি লাভ করতে পেরেছি এবং পরাধীনতার শৃংখল থেকে মুক্তি পেয়েছি। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে রোল মডেল। বর্তমানে মাথা পিছু আয় সর্বোচ্চ। অর্থনৈতিক ও সামাজিক ভাবে মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। পদ্মা সেতুর মত বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নয়নশীল দেশ। তিনি বলেন, করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পরিধান করতে হবে। ভেকসিন নেওয়ার জন্য সকলকে উদ্বেুাদ্ধ করতে হবে। আমাদের দেশে ভেকসিনের সমস্যা নাই। আসুন নিজে ভাল থাকি পরিবারকে ভাল রাখি।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উপ-পরিচালক ইসরাত জাহান কেয়া সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কনসার্ট/সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্বার ব্যান্ড ও জেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com