মীর দুলাল( হবিগঞ্জ)
হবিগঞ্জের আজমিরীগঞ্জ থানা পুলিশের অভিযানে ০৭(সাত) কেজি গাঁজা সহ ০১ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ!
বৃহস্পতিবার( ২৪ নভেম্বর ২২)ইং আজমিরীগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ী কে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করেন!
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ মাসুক আলী এর দিক নির্দেশনায় শিবপাশা পুলিশ ফাড়ির এসআই ফুয়াদ আহমেদ এর নেতৃত্বে গতকাল বুধবার রাতে ২০.৩০ ঘটিকার সময় ০৫নং শিবপাশা ইউনিয়ন পরিষদ এর সামনে দক্ষিণ পার্শে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করা কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং হইতে শিবপাশা গামী একটি যাত্রীবিহীন ইজিবাইক(টমটম) এর চালক তাহাদুল ইসলাম (২৮) পিতা- মৃতঃ সজিব মিয়া, সাং- বং, ০৫নং শিবপাশা ইউ/পি, থানা- আজমিরীগঞ্জ, জেলা- হবিগঞ্জকে আটক করা হয়।
ঘটনাস্থলে রাস্তায় চলাচলরত উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ইজিবাইক (টমটম) গাড়ীটি তল্লাশী করিয়া উক্ত ইজিবাইক (টমটম) গাড়ী হইতে আসামী তাহাদুল ইসলাম এর দেখানোমতে নীল রংয়ের পলিথিনের ব্যাগে ০৭ (সাত) কেজি গাঁজা এবং আসামীর ব্যবহৃত ০১টি ইজিবাইক(টমটম) গাড়ি উদ্ধার ও জব্দ করা হয়।
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।
আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয় টি নিশ্চিত করেন আজমিরীগঞ্জ থানা পুলিশের (ওসি) এম মাসুক আলী!
তিনি জানান মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছেন!